Saturday, July 19, 2025

17> ★★★প্রদীপ শিখা::---

    17> প্রদীপ শিখা::---

ঠাকুর ঘরে বা যেকোন স্থানে প্রদীপ জ্বালাতে হলে দিক নির্দেশ বিশেষ জরুরি।


প্রদীপ শিখা কোন দিকে রাখবেন::---

উত্তরমুখী রাখলে::---->সম্পত্তি বৃদ্ধির 

          সহায়ক হয়।

পূর্বমুখী--->মানসিক সুখ শান্তি বৃদ্ধির 

            সহায়ক হয়।

পশ্চিমমুখী----->ধার দেনা তথা ঋণমুক্তির

             সহায়ক হয়।

দক্ষিণ মুখী----->মোটেই সুখকর নয়।

              অকল্যাণ কর হয়।

দুঃখ বেদনা অনিষ্টের কারণ হয়।

হিন্দু শাস্ত্র মতে দক্ষিণ মুখ করে কখনোই প্রদীপ জ্বালাতে নেই।

=========================