সকাল, সন্ধ্যা,হাততালি দিয়ে করো হরিনাম,
পূর্ণ-হবে-সকল মনস্কাম।
হাততালি দিয়ে করলে হরিনাম,
পালাবে সব পাপ তাপ, মন-হবে
আনন্দ ধাম।
যেমন গাছের নীচে দাঁড়িয়ে হাততালি দিলে গাছের সকল পাখি উড়ে যায়,
তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে
গাছ রুপি দেহ থেকে সকল অবিদ্যারূপ পাখি উড়ে পালায়।
শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব।
ঈশ্বর কে--?--তিনি সর্বসায়, তিনি নিজে
সকল কিছু সহ্য করেণ।
যত দুঃখ, কষ্ট,রোগ,ভোগ,তিনি সকলি
সহেন।
ঈশ্বর সকলের সকল সয়,
তিনি সর্ব শক্তি মান--সর্বসায়,
তিনিই রোগ, তিনিই ভোগ, তিনিই
সর্ব ভোগ-সর্ব সহায়।
=========================
No comments:
Post a Comment