Monday, November 10, 2025

খুব গুরুত্বপূর্ণ! জেনেরাখা ভালো::---

 🔴 খুব গুরুত্বপূর্ণ! অবশ্যই পড়ুন!

           জেনেরাখা ভালো::---

——————————————

🔴 🙌🙋‍♂🙆 হাত তোলা মানে    

                        আত্মসমর্পণ নয় — 

   এটি এক সহজ সরল শ্রেষ্ঠ কৌশল, 

   জীবন/ প্রাণ বাঁচাবার শ্রেষ্ঠ কৌশল।


☘ "আমি এক বন্ধুর সঙ্গে রাতের খাবার খাচ্ছিলাম, হঠাৎ সে মাছের কাঁটায় শ্বাসরোধের সমস্যায় পড়ে।

তখন আমি তাকে বললাম, “হাত তোলো 🙋‍♂!”

🙆 সে হাত তুলতেই, সত্যিই খুব সহজেই কাঁটাটি বেরিয়ে এল।


🔴 শ্বাসরোধে করণীয় — শুধু "হাত তুলুন 🙋‍♂"


একবার ঠাম্মার গলায় জেলির টুকরো আটকে গিয়েছিল।

তিনি নিজের পেট চেপে ধরেও জেলি বার করতে পারছিলেন না, কথা বলতেও পারছিলেন না।


নাতি জিজ্ঞেস করল, “ঠাম্মি, তোমার কি দম বন্ধ হয়ে আসছে?”


তারপর বলল, “তুমি হয়তো শ্বাসরোধে পড়েছ। এটা করো —

দু’হাত উপরে তোলো 🙆!”

নাতি বারবার বলছিল, “হাত তোলো ঠাম্মি, হাত তোলো 🙆”।

সাথে বলছিল, “তুমি ঠিক হয়ে যাবে ঠাম্মি।”


ঠাম্মা নির্দেশ মতোই হাত তুললেন — এবং জেলির টুকরোটা বেরিয়ে এল।


“দেখলে ঠাম্মি, আমি বলেছিলাম না তুমি ঠিক হয়ে যাবে!”


নাতি একেবারে শান্ত ছিল — সে বলেছিল, এটা সে স্কুলে শিখেছে।


🙆 শ্বাসরোধে করণীয় — শুধু [হাত তোলো 🙆]


——————


🙆 এই প্রাথমিক চিকিৎসার পদ্ধতি পায়ে টান ধরলে (ক্র্যাম্প) ব্যবহার করা যায়।

যেমন, যদি বাঁ পায়ে টান ধরে, তাহলে ডান হাত 🙋‍♂ তোলো —

আর যদি ডান পায়ে ধরে, তবে বাঁ হাত তোলো —

সাথে সাথে আরাম মিলবে! এটা বারবার কাজ করে!


🔴🙌🙋‍♂ হাত তোলা একটি জীবনরক্ষাকারী পদ্ধতি — এটি ❤ হার্ট অ্যাটাক বা হৃদরোগের ক্ষেত্রেও কার্যকর!

এমনকি ❤ বুক ধড়ফড়, ❤ এনজাইনা ইত্যাদির ক্ষেত্রেও এটা কার্যকর।


একবার একজন বন্ধু ❤ হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে রাস্তার মোড়ে দম বন্ধ হয়ে পড়ে গিয়েছিল।

সে হঠাৎ দুই হাত তুলে আকাশের দিকে চিৎকার করে বলল — “আমি মারা যাচ্ছি!”

ফলস্বরূপ সে এক ঝটকায় দম নিতে পারল,

এবং ঠিক তখনই অ্যাম্বুলেন্স এসে পৌঁছল — সে কথা বলতে পারল।


🔴 জীবনথেকে শেখা শ্রেষ্ঠ কৌশল::---

🙋‍♂🙌 হাত তোলা একটি জীবনরক্ষাকারী কৌশল।


অতি সাধারন অথচ জীবন রক্ষার এক গুরুত্বপূর্ণ কৌশল।

নিজেকে বাঁচাবার এক সরল শ্রেষ্ঠ কৌশল,

দুইহাত মাথার ওপরে তুলে আত্মসমর্পণ।

নিজের জীবন বাঁচাবার অপূর্ব কৌশল।


আমরা অনেক জানি তথাপি আরও একটু জানতে বা মনে করে নিতে লাভ ছাড়া ক্ষতি কোথায়!


(অবশ্যই পড়ুন! সকলকে জানান — হয়তো কারও জীবন বাঁচাতে পারে!) 💝

এটা সাহায্য করতে পারে — কিন্তু কোনও খরচ নেই।

======================

No comments:

Post a Comment