Wednesday, September 20, 2023

7>|| দেহ- দশ বায়ু ও দশ দরজা ||

 7>|| দেহ- দশ বায়ু ও দশ দরজা ||



দেহ মধ্যে দশ বায়ু ও দশ দরজা,

যোগিগণ ধ্যান তপস্যায় তাকেই খোঁজা ।

এই দশ প্রকার বায়ু সদাই নিরালম্ব থাকে

যোগীগণের যোগ সম্মত থাকে।


শরীরে সকল কর্মের করে দশবায়ু,

কার্য করে ইন্দ্রিয়সমূহ দশ বায়ু দ্বারা ।

1>●প্রাণ বায়ু::--হৃদয়ে প্রাণবায়ু, যে বায়ূ নাসিকা মাধ্যমে প্রবাহিত সেই প্রাণ বায়ু।

2>●আপন বায়ু,::---গুহ্যদেশে অপাণবায়ু, যে বায়ু মলাশ দিয়ে মল  নিষ্ক্রমন করে তাকে বলে আপনবায়ু।

3>●সমান বায়ু::--নাভিদেশে সমান বায়ু, যে বায়ু খাদ্যদ্রব্য সংযোজন করে এবং কখনও কখনও শব্দকরে ঢেকুর তোলায় তাকে বলে সমান বায়ু।

4>● উদান বায়ু:::--কণ্ঠে উদানবায়ু, যে কন্ঠনালী দিয়ে প্রবাহিত হয় এবং যার অবরোধের ফলে শ্বাস রোধ হয় তাকে বলে উদান বায়ু।

5>●ব্যান বায়ু::---দেহের ত্বকে ও সারা দেহ জুড়ে ব্যান বায়ু । যে বায়ু সমগ্র শরীর জুড়ে ব্যাপ্ত তাকে বলে ব্যান বায়ু।

6>●নাগ বায়ু::---নাগ বায়ু উর্দ্ধপান হতে আগত। যে বায়ু চক্ষু, মুখ, ইত্যাদি বিস্তার করতে সাহায্য করে তাকে বলে নাগবায়ু।

7>●কৃকর বায়ু::--কৃকর বায়ু মানসিক ক্ষোভে এবং ক্ষুধা বৃদ্ধি করে তাকে বলে 

কৃকর বায়ু।

8>●কূর্ম্মবায়ু ::--তীর্থ দেশে আশ্রিত। যে বায়ু সংকোচনে সাহায্য করে তাকে কূর্ম্মবায়ু বলে।

9>●দেবদত্ত বায়ু::-দেবদত্ত বায়ু হাই তুললে।

 যে বায়ু হাই তোলার মাধ্যমে ক্লান্তি দূরীকরণে সাহায্য করে তাকেই দেবদত্ত বায়ু বলে।

10>●ধনঞ্জয় বায়ু::-- গভীর চিৎকার করলে নিবেশিত হয়ে সাম্য রক্ষা করে এবং শরীরে পুষ্টি সাধনে সাহায্য মরে তাকেই  ধনঞ্জয় বায়ু বলে।


দশ বায়ু নিষ্কাশনের দশ পথ,

সেইতো দশ দরজা।

দুই চক্ষু, দুই কর্ণ, দুই নাসারন্ধ্র, মুখ, পায়ু

উপস্থ,ও ব্রহ্মদ্বার,

==============


No comments:

Post a Comment